সাম্প্রতিক পোষ্ট

পাঁচ রাতের ফযিলত

 পাঁচ রাতের ফযিলত

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
  1. যিলহজ মাসের ৮ তারিখের রাত,
  2. যিলহজ মাসের ৯ তারিখের রাত (আরাফার রাত),
  3. ঈদুল আজহার রাত,
  4. ঈদুল ফিতরের রাত এবং
  5. ১৫ শাবানের রাত।
(আত তারগিব ওয়াত তারহিব লিল মুনজেরি ২/৯৮, হাদিস : ১৬৫৬)।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার রাত, রজব মাসের প্রথম রাত, অর্ধ শাবানের রাত এবং দুই ঈদের রাতসহ এ পাঁচ রাতে কোনো দোয়া করে; সে রাতে তার কোনো আবেদনই ফিরিয়ে দেয়া হয় না।
(মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৭৯২৭)
হজরত আবু উমামা বাহেলি (রা.) বর্ণনা করেন, নবী (সা.) বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির নিয়তে ইবাদত করবে তার হৃদয় সেদিনও জীবিত থাকবে যেদিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৮২)
হজরত উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতকে (ইবাদতের মাধ্যমে) জীবিত রাখবে তার অন্তর ওই দিন মরবে না যেদিন অন্যদের অন্তর মরে যাবে।
(আল মুজামুল আওসাত ১/৫৭, হাদিস : ১৫৯)

No comments