সাম্প্রতিক পোষ্ট

যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না

যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না

হাদিসে এসেছে-পাঁচটি রাত এমন আছে, যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো-

১. জুমার রাতের দোয়া।

২. রজব মাসের প্রথম রাতের দোয়া।

৩. নিসফা শাবান তথা শাবানের ১৫তম রাতের দোয়া।

৪. ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া।

৫. ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া।

আল্লাহর অনুগ্রহ লাভ করতে নিচের দোয়াগুলো বেশি বেশি পড়তে পারেন-

§  রাব্বি আওজিনি আন আশকুরা নি'মাতা কাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আ'মালা সালেহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। (সুরা নামল: ১৯)

§  আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালায়িদ দাইনি ওয়া গালা বাতিল রিজালি।

§  আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়া আউজুবিকা মিন আরজালিল উমুরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আজাবিল কাবরি।

§  আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শাক্বায়ি ওয়া সুয়িল ক্বাজায়ি ওয়া শামাতা তিল আ’দায়ি।

§  আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।

No comments