সাত সালাম এর অর্থ সহ বাংলা উচ্চারণ এবং এর ফজিলত
সাত সালাম কি ?
সাত সালামের ফজিলত
সাত সালাম গুলো কি কি ?
প্রথম সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
বাংলা অনুবাদ
সালা -মুন কওলাম মির রব্বির রাহিম
অর্থ
করুনাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম ।(সুরাঃ ইয়াসিন ,আয়াত নংঃ ৫৮)
দ্বিতীয় সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ
বাংলা অনুবাদ
সালা – আ’লা – নু -হিন ফিল আলামিন
অর্থ: বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক ।(সুরাঃ আস – সাফফাত ,আয়াত নংঃ ৭৯)
তৃতীয় সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
বাংলা অনুবাদ
সালা -মুন আ’লা ইবরাহিম
অর্থ: উচ্চারণ: সালা-মুন আলা- ইবর-হিম।
ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক ।(সুরাঃ আস – সাফফাত ,আয়াত নংঃ ১০৯)
চতুর্থ সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
বাংলা অনুবাদ
সালা – মুন আ’লা মুসা ওয়া হারুন ।
অর্থ : ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
মুসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক ।(সুরাঃ আস – সাফফাত,আয়াত নংঃ ১২০)
পঞ্চম সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
বাংলা অনুবাদ
সালা মুন আ’লা ইলইয়াসিন
অর্থ: ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।
ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক (সুরাঃ আস – সাফফাত ,আয়াত নংঃ ১৩০)
ষষ্ঠ সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
বাংলা অনুবাদ
সালা মুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ।
অর্থ: তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো।
তোমাদের প্রতি সালাম ,তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো ( সুরাঃ আয -যুমার ,আয়াত নংঃ ০৬)
সপ্তম সালাম
আরবি উচ্চারণ
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
বাংলা অনুবাদ
উচ্চারণ: সালা-মুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর্।
অর্থ
এটা নিরাপত্তা,যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
এটা নিরাপত্তা ,যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে ।(সুরাঃ আল – কদর ,আয়াত নংঃ ০৫)
No comments